খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হচ্ছে

আজ বাদে জুমা দেশবাসীর প্রতি দোয়ার আহ্বান সরকারের

| শুক্রবার , ৫ ডিসেম্বর, ২০২৫ at ৪:৫৫ পূর্বাহ্ণ

এগার দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে এভারকেয়ার হাসপাতালের বাইরে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, লন্ডনে একটা নির্ধারিত হসপিটাল আমরা ঠিক করেছি, সেখানে আমরা উনাকে নিয়ে যাব। বেশ কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক এবং বিদেশ থেকে আসা দুইজন চিকিৎসক এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়ার সঙ্গে থাকবেন। যাত্রাপথে যাতে কোনো ধরনের সমস্যা না হয়, সেজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়ে খালেদা জিয়ার জন্য দেশবাসীর দোয়া চান তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি নেতা জাহিদ।

সংবাদ ব্রিফিংয়ে অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বৃহস্পতিবার মধ্যরাতের পরে অথবা আজ শুক্রবার সকালে বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার কথা বলেছিলেন। কিন্তু গতকাল রাতে বিডিনিউজের এক খবরে বলা হয়, কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্স বৃহস্পতিবার (গতকাল) রাতে ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও টেকনিক্যাল সমস্যা দেখা দেওয়ায় তা বিলম্বিত হতে পারে।

এদিকে গতকাল রাতেই লন্ডন থেকে দেশের পথে রওনা হওয়ার কথা ছিল তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের। ঢাকায় নেমে তিনি ওই এয়ার অ্যাম্বুলেলেন্সেই শাশুড়িকে নিয়ে লন্ডনে ফিরবেন। সব মিলিয়ে খালেদা জিয়ার লন্ডনের উদ্দেশ্যে রওনা হতে আজ শুক্রবার সকাল ১০টা পেরিয়ে যেতে পারে বলে বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে ধারণা পাওয়া গেছে।

বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়া গত এগার দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড বৃহস্পতিবার সিদ্ধান্ত নেয়, উন্নত চিকিৎসার জন্য তাকে যুক্তরাজ্যে নিয়ে যাওয়া হবে। বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাবে রাতে। তবে সন্ধ্যা সাড়ে ৭টায় বিডিনিউজকে তিনি বলেন, এয়ার অ্যাম্বুলেন্সে কিছু টেকনিক্যাল সমস্যা দেখা দিয়েছে, সেটার আসা কিছুটা বিলম্বিত হতে পারে।

খালেদা জিয়াকে নিয়ে যেতে জুবাইদা রহমান দেশে আসছেন বলে আগেই গুঞ্জন শুরু হয়েছিল। বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি বলেন, ডা. জুবাইদা রহমান লন্ডন সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১২টা) বাংলাদেশ বিমানে রওনা হবেন। ওই ফ্লাইট শুক্রবার সকাল সাড়ে ৯টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। আবার কাতারের এয়ার অ্যাম্বেুলেন্সে ম্যাডামকে নিয়ে তিনি লন্ডন ফিরে যাবেন। সেক্ষেত্রে খালেদা জিয়াকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সের রওনা হতে হতে শুক্রবার সকালে কয়েক ঘণ্টা গড়িয়ে যাবে।

কাতারের আামির শেখ তামিম বিন হামাদ আল থানির এয়ার অ্যাম্বুলেন্সে করেই চলতি বছরের ৭ জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। সেখানে লন্ডন ক্লিনিকে ভর্তি রেখে কিছুদিন তার চিকিৎসা চলে। পরিস্থিতির উন্নতি হলে কিছুদিন লন্ডনে তারেকের বাসায় থেকে চিকিৎসা নেন। অনেকটা সুস্থ হয়ে গত ৬ মে একই এয়ার অ্যাম্বুলেন্সে তিনি দেশে ফিরেছিলেন।

সে সময় তার দুই পুত্রবধূ জুবাইদা রহমান (তারেক রহমানের স্ত্রী) এবং সৈয়দা শার্মিলা রহমান (প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী) এয়ার অ্যাম্বুলেন্সে শাশুড়ির সঙ্গে আসেন। এক মাস দেশে থেকে গত ৫ জুন লন্ডনে ফিরে যান জুবাইদা। জুবাইদা নিজেও পেশায় চিকিৎসক। খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডেও তিনি আছেন।

খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হলে চীনও এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর প্রস্তাব দিয়েছিল, কিন্তু সেক্ষেত্রে জ্বালানি নিতে মাঝে কোথাও নামতে হত, সরাসরি লন্ডনে যাওয়ার সুযোগ ছিল না। সব বিবেচনা করে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সের পক্ষেই মত দেন বলে বিএনপির একজন নেতা জানিয়েছেন।

গতকাল বেলা সাড়ে ১১টায় এভারকেয়ার হাসপাতালে বৈঠকে বসে খালেদা জিয়ার মেডিকেল বোর্ড। যুক্তরাজ্য ও চীন থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকরাও বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে বেলা ২টা ৪০ মিনিটে এভারকেয়ারের সামনে সংবাদ সম্মেলনে আসেন ডা. জাহিদ হোসেন। তিনি জানান, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সিদ্ধান্ত দিয়েছে মেডিকেল বোর্ড। সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আপনারা অনেক দোয়া করেছেন, সেজন্য আমরা কৃতজ্ঞ। আপনাদের এই দোয়া ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে তুলবে।

একজন সাংবাদিক এসময় জানতে চান, খালেদা জিয়ার পরিস্থিতির উন্নতি হয়েছে কি না। জবাবে ডা. জাহিদ বলেন, পরিস্থিতি আগের থেকে উন্নতি হয়েছে। আমরা আপনাদেরকে আগেও বলেছি, মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো অবস্থাতেই উনার পরিবার অথবা আমরা দল কোনো অবস্থাতেই কোনো চিন্তা করছি না। আমরা এখনো আল্লাহ রাব্বুল আলামীনের অশেষ মেহেরবানিতে অনেক অনেক আশাবাদী। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনার নামের আগে আমরা সবাই আপসহীন বলি। আল্লাহর অশেষ মেহেরবানিতে উনি অনেক প্রতিকূলতার মাঝেও ঘুরে দাঁড়িয়েছেন। এবারও ইনশাআল্লাহ উনি আমাদের মাঝে ফেরত আসবেন, এ আশাবাদ ব্যক্ত করছি।

খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে যাচ্ছেন যারা : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে থাকবেন চিকিৎসক, দলের নেতা ও ঘনিষ্ঠ সহকর্মীসহ মোট ১৪ জন। গতকাল দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক প্রেস ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানান।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সফরে থাকা ১৪ জনের মধ্যে রয়েছেনপুত্রবধূ সৈয়দা শার্মিলা রহমান, ডা. জাহিদ হোসেন, ডা. এনামুল হক চৌধুরী (চেয়ারপার্সনের উপদেষ্টা), ডা. ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, ডা. সাহাবুদ্দিন তালুকদার, ডা. নুরুদ্দিন আহমেদ, ডা. মোহাম্মদ জাফর ইকবাল, ডা. মোহাম্মদ আল মামুন, হাসান শাহরিয়ার ইকবাল (এসএসএফ), সৈয়দ সামিন মাহফুজ (এসএসএফ), আব্দুল হাই মল্লিক (ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহকারী), মাসুদুর রহমান (অ্যাসিস্ট্যান্ট প্রাইভেট সেক্রেটারি), ফাতেমা বেগম (গৃহকর্মী) এবং রুপা শিকদার (গৃহকর্মী)

দোয়ার আহ্বান সরকারের : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে আজ শুক্রবার বাদ জুমা দেশের সকল মসজিদে দোয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। পাশাপাশি মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য ধর্মের উপাসনালয়ে সংশ্লিষ্ট ধর্মের রীতি ও আচার অনুযায়ী প্রার্থনার আহ্বান জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়। এতে আরও বলা হয়, একই সঙ্গে দেশের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া ও প্রার্থনার জন্য অনুরোধ করা যাচ্ছে।

বিএনপির দোয়া ও প্রার্থনা সভা : খালেদা জিয়ার আশু আরোগ্য কামনায় শুক্রবার সারাদেশে মসজিদে মসজিদে দোয়া এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা সভা করবে বিএনপি। গতকাল বৃহস্পতিবার সকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদী আমিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, যুবদলের সভাপতি এম মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানি, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, ওলামা দলের আহ্বায়ক কাজী মো. সেলিম রেজা, ঢাকা জেলার সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধঅন্তর্বর্তীকালীন সরকার গঠন বৈধ : সুপ্রিম কোর্ট
পরবর্তী নিবন্ধবাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল দুই তরুণের