খালেদা জিয়াকে নিতে ৩টি দেশের সুপারিশ চিকিৎসকদের : ফখরুল

| বুধবার , ২৪ নভেম্বর, ২০২১ at ১০:২৪ পূর্বাহ্ণ

দেশের হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা এখনও সঙ্কটাপন্ন জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চিকিৎসকরা তিনটি দেশের যে কোনো একটিতে তাকে নেওয়ার পরামর্শ দিয়েছেন। সুনির্দিষ্টভাবে তারা দেশের নামও বলেছেন। আইদার ইউএসএ, ইউকে অথবা জার্মানি। এই তিনটা দেশের কথা বলেছেন তারা। এই তিনটা দেশের যে কোনো জায়গা হতে হবে। বিএনপি চেয়ারপারসনের বিদেশযাত্রায় সরকারের সায় এখনও না মেলার মধ্যে গতকাল মঙ্গলবার রাতে গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা জানান তিনি। খবর বিডিনিউজের।
ফখরুল বলেন, ম্যাডাম অত্যন্ত গুরুতরভাবে অসুস্থ। যে কথা আমি বলেছিলাম প্রথম দিনে, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। এই কথাটাই এপ্রোপ্রিয়েট কথা। উনার অবস্থা এখনও ক্রিটিক্যাল। উনি বিপদের বাইরে বেরিয়ে এসেছেন, এটা বলার কোনো উপায় নেই। তিনি বলেন, এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকরা প্রতিদিন বোর্ড মিটিং করেন। তারা আপ্রাণ চেষ্টা করছেন। আজকের বিকালের খবরটা আমি জানি না। আপনাদের এই অনুষ্ঠান শেষ করে আমি যাব। তবে আমি যতদূর জেনেছি যে কোনো ফার্দার ইমপ্রুভমেন্ট হয়নি। গতকাল যা ছিল, তার চেয়ে ভালো কিছু, সেটা না। আমার সঙ্গে তার দুই একবার দেখা হয়েছে। তার মনোবল যথেষ্ট শক্ত আছে এবং তিনি সাহস করেন যে.. রোগীর মনোবলটা কিন্তু বড় জিনিস যে কোনো অসুখ থেকে রোগী সুস্থ হওয়ার জন্য। সেই মনোবলটা তার আছে, বলেন তিনি। উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে দেশের বাইরে নেওয়া ‘জরুরি হয়ে পড়েছে’ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, চিকিৎসকরা জোর দিয়ে বলছেন যে, এখানে কিন্তু তার চিকিৎসা সম্ভব নয়। এখন যে জটিল অবস্থা আছে, তার চিকিৎসা করতে হলে তাকে অবশ্যই একটা এডভান্সড সেন্টারে পাঠাতে হবে।

পূর্ববর্তী নিবন্ধশিমের নাম রূপবান
পরবর্তী নিবন্ধবিএনপিপন্থী আইনজীবীদের স্মারকলিপি পর্যালোচনার পর সিদ্ধান্ত : আইনমন্ত্রী