বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানিয়েছেন নগর যুবদলের সহ–সভাপতি আবদুল গফুর বাবুল। অন্যথায় চট্টগ্রামসহ সারাদেশে যুবদল কর্মীরা কঠোর আন্দোলন করবেন বলে হুঁশিয়ারি দেন তিনি। গতকাল শুক্রবার বিকেলে নগরীর মধ্য রামপুরে অনুষ্ঠিত হালিশহর থানা যুবদলের নবগঠিত আহ্বায়ক কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
হালিশহর থানা আওতাভুক্ত ২৬ নম্বর উত্তর হালিশহর, ১১ নম্বর দক্ষিণ কাট্টলী (আংশিক), ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ (আংশিক) ও ২৫ নম্বর রামপুর ওয়ার্ড যুবদল নেতকার্মীরা এ সংবর্ধনার আয়োজন করে। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন হালিশহর থানা যুবদলের আহ্বায়ক মোশাররফ আমীন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ আহমেদ, সদস্য সচিব হাবিব উল্লাহ খান রাজু।