বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে গতকাল মঙ্গলবার হযরত শাহ আমানত খান (র.) মাজার সংলগ্ন জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, শারীরিক সুস্থতা ও রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শাহাজাদা এনায়েত উল্লাহ খান।
এসময় মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। দীর্ঘ চার বছর তাকে কারাগারে বন্দি রাখার কারণে পর্যাপ্ত চিকিৎসা না হওয়ায় তিনি অনেকগুলো রোগে আক্রান্ত হয়েছেন। কিন্তু সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাঁকে উন্নত চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করছে। তিনি রাজনৈতিক প্রতিহিংসা বাদ দিয়ে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান। এসময় মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিয়া ভোলা, এস এম সাইফুল আলম, এস কে খোদা তোতন, নাজিমুর রহমান, শফিকুর রহমান স্বপন, কাজী বেলাল উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, ইসকান্দর মির্জা, আবদুল মান্নান, এরশাদ উল্লাহ, হারুন জামান, হাজী মো. আলী, মাহবুব আলম, নিয়াজ মো. খান, ইকবাল চৌধুরী, অধ্যাপক নুরুল আলম রাজু, এস এম আবুল ফয়েজ, আর ইউ চৌধুরী শাহীন, আবুল হাশেম, আনোয়ার হোসেন লিপু, গাজী মো. সিরাজ উল্লাহ, মো. কামরুল ইসলাম, বিএনপি নেতা শামসুল হক (ডক), জি এম আইয়ুব খান, মাহাবুবুল হক, শাহ আলম, সিহাব উদ্দিন মুবিন প্রমুখ উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি
বিএনপি চট্টগ্রাম উত্তর জেলা শাখার উদ্যোগে নাসিমন ভবনস্থ কার্যালয়ের পার্শ্বস্থ মসজিদে দেশনেত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে বাদ আছর এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন উক্ত মসজিদের খতিব। মোনাজাতে তিন বারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়। যাতে দ্রুত তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। তারেক রহমান সহ মুসলিম উম্মাহর শান্তি কামনা করেও দোয়া করা হয়। মীরসরাই পৌরসভা বিএনপির আহ্বায়ক প্রয়াত ফকির আহমেদের জন্য বিশেষভাবে দোয়া করা হয়, যাতে আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌস দান করে। মাহফিলে উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ছালাহ উদ্দিন, নূর মোহাম্মদ, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, অ্যাডভোকেট আবু তাহের, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, মীর্জা মো. শহীদুল্লাহ, সেলিম চেয়ারম্যান, আবু আহমেদ হাসনাত,কাজী সালাউদ্দিন,জয়নাল আবেদীন দুলাল, আনোয়ার হোসেন, মো. জাকির, মোবারক হোসেন কাঞ্চন চেয়ারম্যান, আহসানুল কবির রিপন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।
উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসিম, মৎস্যজীবী দলের আহ্বায়ক শফিউল আলম চৌধূরী, তাঁতী দলের সভাপতি মোহাম্মদ সিদ্দিক, ওলেমা দলের সভাপতি জাহাঙ্গীর আলম হেলালী, জেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক ফজল বারেক, কৃষক দলের সাধারণ সম্পাদক বদিউল আলম চৌধুরী বদরুল, ওলেমা দলের সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক ফারুকী, ফয়েজ উল্লাহ, জাহাঙ্গীর হোসেন, মৎস্যজীবী দলের সেক্রেটারি আবদুল ওহাব, কবির চেয়ারম্যান, বিএনপি নেতাএস, এম ফারুক, মুসলিম উদ্দিন, রহমত উল্লাহ, ফখরুল হাসান, আজিজ উল্লাহ, মনিরুজ্জামান তালুকদার, মৌলানা জয়নাল আবেদীন, মাওলানা কাশেম, কাউছার কমিশনার, মো. হারুন, মো. জাবেদ, মো. ইউসুফ, মো. ওয়াসিম, সরোয়ার হোসেন রুবেল, সুজাউদ্দৌলা সজীব, মোজাহেদুল ইসলাম, মো. মিনহাজ, মো. কে ইউসুফ প্রমুখ নেতৃবৃন্দ
প্রেস বিজ্ঞপ্তি।