খালেদা জিয়াকে অবিলম্বে বিদেশে সুচিকিৎসার জন্য পাঠান

স্বৈরাচার পতন দিবসের আলোচনা সভায় শাহাদাত

| মঙ্গলবার , ৭ ডিসেম্বর, ২০২১ at ১১:২৭ পূর্বাহ্ণ

মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, স্বৈরাচারী এরশাদ অবৈধভাবে ক্ষমতা দখল করার পর থেকে সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে রাষ্ট্রের গণতান্ত্রিক ধারাকে বাধাগ্রস্ত করেছিল। আজ সেদিনের পরাজিত শক্তি ও তার দোসররা সেই আন্দোলনের নেত্রী খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারারুদ্ধ রেখেছে। এখন তাঁকে জেল থেকে বের করে গৃহবন্দী রাখা হয়েছে। যা অমানবিক। অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করার আহ্বান জানান। তিনি গতকাল সোমবার নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে স্বৈরচার পতন দিবস উপলক্ষে মহানগর নারী ও শিশু অধিকার ফোরামের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এর আগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রধান বক্তা মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, সরকার সব গণতান্ত্রিক খাতগুলোকে ধ্বংস করে দিয়েছে।
বিশেষ অতিথি ছিলেন, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, অধ্যাপক নসরুল কদির, ইয়াছিন চৌধুরী লিটন, ইস্কান্দার মির্জা। মহানগর নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক সাংবাদিক জাহিদুল করিম কচির সভাপতিত্বে ও সদস্য সচিব ডা. বেলায়েত হোসেন ঢালীর পরিচালনায় বক্তব্য দেন, ইকবাল চৌধুরী, মন্‌জুর রহমান চৌধুরী, জাকির হোসেন, আবদুল কাদের জসিম, এম মন্‌জুর উদ্দীন চৌধুরী, জসিম উদ্দীন চৌধুরী, সালাউদ্দীন আলী, ডা. কাজী মাহবুব আলম প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচতুর্থ শিল্প বিপ্লব নিয়ে সম্মেলন ১০ ডিসেম্বর
পরবর্তী নিবন্ধইন্দিরা গান্ধীকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করল বিজয় মেলা পরিষদ