চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক উদ্দেশ্যে হত্যা করার ষড়যন্ত্রে লিপ্ত আ.লীগ। আওয়ামী ডিজিটাল নব্য বাকশালের যাতাকলে সোনার বাংলা আজ শ্মশানে পরিণত হয়েছে। তিনি এ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য অবিলম্বে বিদেশ পাঠাতে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। তিনি গতকাল শুক্রবার বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে বাদ জুমা নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় সম্মুখ মাঠে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হশেম বক্কর বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। ফ্যাসিবাদী আ.লীগ জনগণের দৃষ্টি অন্যদিকে সরাতে নানাবিধ কূট কৌশলে লিপ্ত। বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, গণতন্ত্রের মূর্তপ্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আকাশচুম্বি জনপ্রিয়তায় যার একমাত্র অপরাধ। সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সভাপতি নুর আহম্মদ গুড্ডু, এম এ রাজ্জাক, ইকবাল হোসেন সংগ্রাম, ফজলুল হক সুমন, জাহাঙ্গীর আলম, আবদুল করিম, আবদুল গফুর বাবুল, সাহাব উদ্দিন হাসান বাবু, নাছির উদ্দিন চৌধুরী নাসিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।