খালেদা জিয়া মুক্ত হলে গণতন্ত্র মুক্তি পাবে

৩৫ নং ওয়ার্ড বিএনপির সমাবেশে শাহাদাত

| সোমবার , ১৫ জুলাই, ২০২৪ at ৯:১০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হলে, গণতন্ত্র মুক্তি পাবে। দেশে আইনের শাসন বলতে কিছু নেই। এই দেশের মানুষ বিগত এক যুগের অধিক সময় ধরে আইনের শাসন, গণতন্ত্র ও ভোটার অধিকার থেকে বঞ্চিত। গণতন্ত্রহীন একদলীয় শাসন চলছে। অন্যায়ভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দী করে রাখা হয়েছে। অবিলম্বে তাকে সুচিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকগণ। কিন্তু সরকার এ ব্যাপারে উদাসীন। বিদেশে পাঠানোর কথা বললেও সরকার কোনো কর্ণপাত করছে না।

গতকাল রোববার বিকালে ৩৫ নং বকশিরহাট ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে খালেদা জিয়ার মুক্তির দাবিতে মিছিলোত্তর সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ডা. শাহাদাত। সমাবেশে ওয়ার্ড বিএনপির সভাপতি এস এ মফিজুল্লাহর সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক নূর হোসেন নুরু

এর আগে ওয়ার্ড সেচ্ছাসেবকদলের আহ্বায়ক জুয়েল রানা কালুর সভাপতিত্বে সদস্য সচিব মো. মিজানের পরিচালনায় খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, ১৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নবাব খান, জসিমউদ্দিন মিন্টু, এ কে এম পেয়ারু, ফরিদ উদ্দিন, ইউসুফ খান, নাছির উদ্দিন, সাইফুল ইসলাম সেলিম, নাজমুল হাসান লিটু, জিয়াউর রহমান জিয়া, কবির, মো. দিদার হোসেন, শেখ ইয়াছিন নওশাদ, মো. হাসান, আবদুল্লাহ আল মামুন, মো. আলাউদ্দীন, ওমর ফারুক, এহসান আহমদ সোহেল, কাইছার, মো. ইদ্রিস, মো. সালাউদ্দিন, মো. আজম খান, এন মো. রিমন, আবদুল্লাহ আল সোনা মানিক, মুছা, মো. শামীম, শাহ আলম, মাহাবুল হক অভি রিয়াদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগাউসিয়া কমিটি ১৭ নং ওয়ার্ডে মাহফিল
পরবর্তী নিবন্ধপল্লী বন্ধু এরশাদের নাম মানুষের হৃদয়ে স্বর্ণাক্ষরে লেখা থাকবে