রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল বৃহস্পতিবার রাত ৮টা ১০ মিনিটে গুলশানের বাসা ‘ফিরোজা’য় তিনি ফেরেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।
তিনি বলেন, ‘কিছু পরীক্ষা–নিরীক্ষার জন্য ম্যাডাম হাসপাতাল ভর্তি ছিলেন। মেডিকেল বোর্ড সেসব পরীক্ষা–নিরীক্ষা দিয়েছিলেন তা শেষ হওয়ার পর বোর্ড বাসায় যাওয়ার ছাড়পত্র দিয়েছেন।’ খবর বিডিনিউজের।