বিএনপি চেয়ারপার্সন ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্ম দিবস উপলক্ষে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এবং সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় ও আহতদের সুস্থতা কামনায় লোহাগাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি লোহাগাড়া উপজেলা শাখা ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
১৬ই আগষ্ট শুক্রবার দুপুরে উপজেলার কলাউজান ইউনিয়নের নিজতালুক এলাকায় উক্ত মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপার্সন ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করার পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচারের দোসরদের চালানো গুলি ও নির্যাতনে নিহত হওয়া শহীদদের আত্মার মাগফেরাত কামনায় এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন সকল আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া, মোনাজাত ও খাবার বিতরণ করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সদস্য ফজলে এলাহীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য ও লোহাগাড়া উপজেলা বিএনপির আহবায়ক নাজমুল মোস্তফা আমিন।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের ১নং সহ-সভাপতি আবু সেলিম চৌধুরী, চরম্বা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহআলম মেম্বার, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবুল হাসেম, এ্যাডভোকেট শফিকুল ইসলাম লিটন, মাহবুবুর রহমান, নুরুল আলম, সামশুল আলম মেম্বার, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আনোয়ার আমিরাবাদ ইউনিয়ন বিএনপির আহবায়ক সিরাজুল ইসলাম, কলাউজান ইউনিয়ন বিএনপির সদস্য সচিব প্রফেসর আমিনুল ইসলাম।
লোহাগাড়া উপজেলা যুবদলের আহবায়ক মোহাম্মদ শাব্বির আহমদ এর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে আরও বক্তব্য রাখেন,
আধুনগর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ নাছির, লোহাগাড়া সদর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ ইসমাঈল, কলাউজান ইউনিয়ন বিএনপি নেতা মোরশেদুল আলম, মোহাম্মদ হোসেন, বাদশা মিয়া, মোহাম্মদ ইসহাক। চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাস্টার আরাফাত হোসেন, উপজেলা যুবদল নেতা তাজউদ্দীন, মোহাম্মদ আরিফ কোম্পানি, শাহাদত মনজুর, মোরশেদুল আলম, কারামুক্ত যুবদল নেতা নাসির উদ্দীন, রবিউল হোসেন, বেলাল উদ্দিন, জসিম উদ্দিন, মোহাম্মদ আরিফ, আবদুল হাকিম, নুরুল আমিন, মোহাম্মদ শহিদ, মিনহাজ। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব রমজানুল কবির জয়, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা জাহাঙ্গীর আলম। উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আবদুছ সালাম। উপজেলা শ্রমিক দল নেতা এস এস দেলোয়ার, কামাল উদ্দিন। উপজেলা ছাত্রদল নেতা মাস্টার মোহাম্মদ রাসেল, হেমায়েতুল্লাহ মানিক, আবদুল লতিফ, আহাদ প্রমুখ।
এছাড়াও মিলাদ ও দোয়া মাহফিলে উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনে অসংখ্য নেতাকর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।












