খালেদা জিয়ার সুচিকিৎসায় সরকার কোনো সহযোগিতা করছে না

দক্ষিণ ও উত্তর জেলা বিএনপির সমাবেশে নেতৃবৃন্দ

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৩ at ১০:৩৪ পূর্বাহ্ণ

বেগম খালেদা জিয়ার সুচিকিৎসায় সরকার কোনো সহযোগিতা করছে না বলে দাবি করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান। তিনি বলেন, বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। তাঁকে মুক্তির মাধ্যমে সুচিকিৎসার দাবি করছি। তিনি গতকাল বিকেলে বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। নগরের দোস্ত বিল্ডিংস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশ সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম। তিনি বলেন, কেন্দ্র ঘোষিত কর্মসূচি চট্টগ্রামের প্রবেশদ্বার নতুন ব্রিজস্থ মান্নান টাওয়ারের সামনে থেকে করার স্থান নির্ধারিত ছিল। পুলিশি বাধার কারণে সেখানে বিক্ষোভ সমাবেশ করা সম্ভব হয়নি। সমাবেশে অংশ নেন মাশাররফ হোসেন, কামরুল ইসলাম হোসাইনী, নাজমুল মোস্তাফা আমীন, জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, মোস্তাফিজুর রহমান, মফজল আহমদ চৌধুরী, ভি.পি মোজাম্মেল, আমিনুর রহমান চৌধুরী, হাজী রফিক, হামিদুল হক মান্নান, এহসানুল মৌলা, নুরুল কবির, শফিকুল ইসলাম চেয়ারম্যান, মাস্টার লোকমান, রেজাউল হক চৌধুরী, মিসকাতুল ইসলাম চৌধুরী, মাহামুদুর রহমান, গাজী তাহের, হাজী ওসমান, ..ম মোজাম্মেল।

উত্তর জেলা বিএনপি : সরকার বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে ভয় পায় বলে সরকার খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য মুক্তি দিচ্ছে না বলে দাবি করেছেন কেন্দ্রীয় বিএনপি’র সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য মুক্তি না দিলে অবৈধ সরকারের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলা হবে। তিনি গতকাল বিকেলে নগরের নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় মাঠে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে উত্তর জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখছিলেন। এতে সভাপতিত্ব করেন উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম.এ হালিম। তিনি বলেন, খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিন। নিরপেক্ষ সরকারের অধীনে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিন। না হলে সাধারণ জনগণকে নিয়ে সারা দেশ ঘেরাও করা হবে।

পূর্ববর্তী নিবন্ধলিবারেল ইসলামিক জোটের প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধসাংবাদিক এম এ সাত্তার চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ