খালেদা জিয়ার সঙ্গে ব্রিটেনের হাইকমিশনার সারাহর সাক্ষাৎ

দীর্ঘ ৭ বছর পর বিদেশি কোনো কূটনীতিকের সঙ্গে সাক্ষাৎ

| বৃহস্পতিবার , ৫ সেপ্টেম্বর, ২০২৪ at ১১:০৪ পূর্বাহ্ণ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে গতকাল বুধবার রাত সাড়ে ৮টায় তার বাসভবন ফিরোজায় যান ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। দীর্ঘ প্রায় সাত বছর পর এই প্রথম বিদেশি কোনো কূটনীতিকের সঙ্গে সাক্ষাৎ করলেন বিএনপি চেয়ারপারসন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বাংলানিউজের।

বিএনপির স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য তাবিথ আউয়াল এ সময় উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধদ্বিকক্ষবিশিষ্ট সংসদসহ জাতীয় সরকারের পরিকল্পনা জানালেন তারেক রহমান
পরবর্তী নিবন্ধএবার চট্টগ্রামে ৫ লাখ ৩৫ হাজার পরিবার পাচ্ছেন টিসিবির পণ্য