বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। গতকাল উত্তর সাতকানিয়া মৌলবির দোকান মলিয়াকুল মুহাম্মাদিয়া (সা.) হাকিমিয়া (র.) এতিমখানায় এই আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপি নেতা রাজিব জাফর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ইলিয়াস বাবুল, হাফেজ রাশেদুল ইসলাম, নুরুল আমিন, বাহাদুর মিয়া, মোহাম্মদ জাহেদসহ বিএনপির অঙ্গ সংগঠন নেতাকর্মীরা। পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করা হয় এবং মাদ্রাসার এতিম শিশুদের মাঝে ইফতার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।