খালেদা জিয়াকে স্বাগত জানিয়েছেন সারজিস আলম

| বুধবার , ৭ মে, ২০২৫ at ৭:১৭ পূর্বাহ্ণ

জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম তার ফেসবুক পোস্টে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বাংলাদেশে স্বাগত জানিয়েছেন। খবর বাসসের।

সারজিস আলম বলেন, আমরা বিশ্বাস করতে চাই, জুলাই অভ্যুত্থানে বাংলাদেশের আপামর ছাত্র জনতা যে আকাঙ্ক্ষাগুলোকে বুকে ধারণ করে অকাতরে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে; সেই আকাঙ্ক্ষাগুলোকে সামনে রেখে তিনি এবং তার দল বিএনপি আপোষহীনভাবে বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় দেশের স্বার্থকে সর্বাগ্রে প্রাধান্য দিয়ে কাজ করে যাবেন। বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন সারজিস আলম।

পূর্ববর্তী নিবন্ধচরপাথরঘাটায় দুই স্কুলছাত্রী একই সময়ে নিখোঁজ
পরবর্তী নিবন্ধচবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশ