খালেদা জিয়াকে ‘মুক্ত’ করতে জীবন বাজি রাখতে হবে

মহানগর বিএনপির দোয়া মাহফিলে বক্তারা

| রবিবার , ১৪ জুলাই, ২০২৪ at ৫:২৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় দীর্ঘদিন ধরে অন্যায়ভাবে গৃহবন্দী করে রাখা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে জীবন মৃত্যুর সাথে লড়াই করছেন। কিন্তু সরকার তাকে বিদেশে সুচিকিৎসার সুযোগ না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। উপমহাদেশের জনপ্রিয় এই নেত্রীকে নিয়ে আওয়ামী লীগ নোংরা রাজনীতি করছে। বেগম খালেদা জিয়াকে নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে সরকার। খালেদা জিয়াকে নিয়ে সরকারের প্রতিহিংসা বেড়েই চলেছে। তার চিকিৎসার জন্য দেশের মানুষ সোচ্চার থাকলেও সরকার অশুভ উদ্দেশ্যে বাধা দিচ্ছে। অথচ বেগম খালেদা জিয়া গণতন্ত্র মুক্তির জন্য নিজের জীবন বাজি রেখেছেন। তাই খালেদা জিয়াকে গৃহবন্দী থেকে মুক্ত করতে আমাদের জীবন বাজি রাখতে হবে। তিনি গতকাল বাদে আছর নগরীর জমিয়তুল ফালাহ জামে মসজিদে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চট্টগ্রাম মহানগর বিএনপির দোয়া মাহফিলে এসব কথা বলেন। দোয়া অনুষ্ঠানে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে মোনাজাত করা হয়। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নবনির্বাচিত সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, মহানগর বিএনপির নবনির্বাচিত সদস্য সচিব নাজিমুর রহমান। এ সময় ব্যারিস্টার মীর হেলাল বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী। শুধু সরকারের প্রতিহিংসার কারণে বেগম খালেদা জিয়ার ওপর নির্মম, নিষ্ঠুর জুলুম নেমে এসেছে। তাই খালেদা জিয়ার মুক্তি ছাড়া বাংলাদেশের গণতন্ত্র মুক্তির স্বপ্ন দেখা সম্ভব নয়। সবাইকে দেশনেত্রীর মুক্তি আন্দোলনে জীবন বাজী রেখে ঝাঁপিয়ে পড়তে হবে। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা এম এ আজিজ, এড. আবদুস সাত্তার, সৈয়দ আজম উদ্দীন, এস কে খোদা তোতন, কাজী বেলাল উদ্দিন, শামসুল আলম, ইয়াছিন চৌধুরী লিটন, আর ইউ চৌধুরী শাহীন, ইসকান্দর মির্জা, আহমেদুল আলম চৌধুরী রাসেল, হারুন জামান, মো. আলী, এম এ হান্নান, এড মুফিজুল হক ভূঁইয়া, নিয়াজ মো. খান, ইকবাল চৌধুরী, অধ্যাপক নুরুল আলম রাজু, আবুল হাশেম, মন্‌জুর আলম মন্‌জু, আনোয়ার হোসেন লিপু, মন্‌জুর আলম চৌধুরী মন্‌জু, মোহাম্মদ শাহেদ, এইচ এম রাশেদ খান, বেলায়েত হোসেন বুলু, শেখ নুরুল্লাহ বাহার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমিরনজিল্লা থেকে হরিজনদের উচ্ছেদ করা যাবে না
পরবর্তী নিবন্ধনতুন ব্রিজ থেকে সাত টন সামুদ্রিক মাছ জব্দ, গ্রেপ্তার ১৫