নগর আাওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, “খালেদা জিয়া জামায়াতিদের সঙ্গে নিয়ে গণতন্ত্রের নামে মানুষকে পুড়িয়ে হত্যা করেছেন। পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করেছেন। বাংলার মানুষের কাছে এর জবাব দিতে হবে।”
আজ শনিবার (২ জানুয়ারি) বিকেলে নগরীর কাতালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ উপলক্ষে চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বাংলানিউজ
নাছির বলেন, “বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে নিরলসভাবে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সব উন্নয়ন কর্মকাণ্ড ও গণতন্ত্রের ধারাবাহিকতাকে সমুন্নত রাখতে আমাদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।”
চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল হক রঞ্জুর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক আবুল খায়ের বাচ্চুর সঞ্চালনায় সভায় মোজাহেরুল্ ইসলাম চৌধুরী, এস এম আবুল কালাম আজাদ, এ কে এম আনিসুজ্জামান, কে এম ফজলুল হক কাজল, হাজী ইলিয়াস, আবুল মাসুদ, হাজী মুহাম্মদ সেলিম রহমান, মুজিব ইমরান বিপ্লব, বিপ্লব বর্ধন, যুবলীগ নেতা নূরে আলম, ছাত্রলীগ নেতা ইভান প্রমুখ বক্তব্য রাখেন।