শহীদদের নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগের মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে নড়াইলের এক আদালত। গতকাল বুধবার বিকেলে নড়াইলের সদর আমলি আদালতের বিচারক আমাতুল মোর্শেদা এ আদেশ দেন। নড়াইল জজ আদালতের পিপি আইনজীবী ইমদাদুল ইসলাম জানান, শহীদদের নিয়ে বিরূপ মন্তব্যে করা পৃথক দুইটি মানহানি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
মামলা দুইটির সমন জারি হয়ে ফেরত আসায় এবং আসামিরা আদালতে উপস্থিত না হওয়ায় গতকাল বুধবার তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালতে বলে জানান তিনি। খবর বিডিনিউজের।
২০১৫ সালের ২৯ ডিসেম্বর নড়াইলের কালিয়া উপজেলার যাদবপুর গ্রামের শেখ ওয়াজেদ আলীর ছেলে এবং শহীদ শেখ জামাল জাতীয় স্মৃতি পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ আশিক বিল্লাহ এ মামলা দুইটি করেছিলেন। মামলার বিবরণ থেকে পিপি ইমদাদুল জানান, ২০১৫ সালের ২১ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকায় মুক্তিযোদ্ধাদের এক সমাবেশে বেগম খালেদা জিয়া মহান স্বাধীনতা যুদ্ধে ৩০ লক্ষ শহীদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। এসব মামলার বাদী শেখ আশিক বিল্লাহ বলেন, আমি মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধাশীল একজন ব্যক্তি। তাদের এ ধরনের বক্তব্যে মর্মাহত হয়ে আমি মামলা দুইটি দায়ের করেছি।