খালেদার বিদেশে চিকিৎসার দাবিতে স্মারকলিপি দিল বিএনপি

আজাদী অনলাইন | বুধবার , ২৪ নভেম্বর, ২০২১ at ৫:০৩ অপরাহ্ণ

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে আজ বুধবার (২৪ নভেম্বর) স্মারকলিপি দিয়েছে বিএনপি।

দুপুর ১২টায় চট্টগ্রাম সার্কিট হাউজে চট্টগ্রাম জেলা প্রশাসকের পক্ষে এনডিসি তৌহিদুর ইসলাম এ স্মারকলিপি বিএনপি নেতাদের কাছ থেকে এ স্মারকলিপি গ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্কর।

পূর্ববর্তী নিবন্ধচটের ব্যাগে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ
পরবর্তী নিবন্ধভাসানচরের পথে আরো ৩৭৯ রোহিঙ্গা