বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে ‘আইনি উপায়’ খোঁজার কথা বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক। গতকাল রোববার ঢাকায় এক অনুষ্ঠানের পর এক সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, আমাদের কথা হচ্ছে, আইনের যেন কোনো ব্যত্যয় না হয়। আগে যে রকম করা হয়েছিল, সেটা সঠিক। কিন্তু এখানে যখন অনেক আবেদন এসেছে, আইনজীবীদের কাছ থেকেও আবেদন এসেছে। সেজন্য কিছু করা যায় কি না, সেটার কোনো উপায় আছে কি না, সব দিক দেখেই এটার একটা সুচিন্তিত সিদ্ধান্তে আসাটা আমার মনে হয় সমীচীন। সে জন্য আমরা একটু সময় নিচ্ছি। খবর বিডিনিউজের।
খালেদা জিয়া সরকারের ‘হেফাজতে’ রয়েছে- বিএনপির এমন দাবি গত ২৮ নভেম্বর নাকচ করে করে আইনমন্ত্রী বলেছিলেন, বিএনপি চেয়ারপারসন কারাগারে ফিরলে তার বিদেশ যাত্রার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। সেদিন সংসদে দাঁড়িয়ে আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তি দেওয়া হয়েছে। উনি আমাদের কাস্টডিতে নাই। উনি সরকারের কাস্টডিতে নাই। তিনি দুটো শর্তে সম্পূর্ণ মুক্ত। মুক্ত বলে তিনি মুক্তভাবে বাসায় থাকতে পারছেন। মুক্ত আছেন বলেই তিনি মুক্তভাবে চিকিৎসা নিতে পারছেন। দুর্নীতির দুই মামলায় দণ্ডিত খালেদা জিয়া এখন সরকারের নির্বাহী আদেশে মুক্ত। দেড় বছর আগে তার সাময়িক মুক্তির শর্তে বলা হয়েছিল, তাকে ঢাকায় নিজের বাসায় থেকে চিকিৎসা নিতে হবে এবং তিনি বিদেশে যেতে পারবেন না।
লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে গত ১৩ নভেম্বর থেকে হাসপাতালে ভর্তি খালেদা। পরিবার তাকে বিদেশ নিতে চাইলেও সরকারের সাড়া না পাওয়ায় বিএনপি নেতারা অভিযোগ করে আসছেন, ক্ষমতাসীনরা তাকে ‘ধীরে ধীরে মৃত্যুর দিকে ফেলে দিচ্ছে’।