খালেদাকে বিদেশে পাঠাতে বিধিনিষেধ প্রত্যাহার চান নজরুল

| মঙ্গলবার , ১ জুন, ২০২১ at ১২:১৫ অপরাহ্ণ

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে বিধিনিষেধ প্রত্যাহারে সরকারের কাছে দাবি জানিয়েছেন নজরুল ইসলাম খান। গতকাল সোমবার সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ দাবি তোলেন। তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্রের মতোই গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া অন্যায়ভাবে কারাগারে আবদ্ধ হয়ে আছেন এবং তিনি অসুস্থ। আমরা তার রোগমুক্তি শুধুই নয়, আমরা তার কারামুক্তি দাবি করি। আমরা দাবি করি, বাংলাদেশের যে কোনো মানুষের মতো এবং বহু বহু রাজনৈতিক নেতাদের মতোই তিনিও যেন তার প্রয়োজনীয় চিকিৎসার জন্য প্রয়োজনে বাইরে যাওয়ার সুযোগ পান। অন্যায়ভাবে এ ব্যাপারে যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে, সেটা যেন প্রত্যাহার করা হয়। খবর বিডিনিউজের।
গত ২৭ এপ্রিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। ছয় দিন পর শ্বাসকষ্ট অনুভব করলে তাকে কোরোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়। সেদিন থেকে সেখানেই হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের মেডিকেল বোর্ড বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা দিচ্ছেন। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৮ মে খালেদা জিয়া ‘হঠাৎ’ জ্বরে আক্রান্ত হন। ৩০ মে তার জ্বর নিয়ন্ত্রণে আসে বলে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত ১৪ এপ্রিল গুলশানের বাসা ‘ফিরোজা‘য় করোনাভাইরাসে আক্রান্ত হন খালেদা জিয়া; সেরে ওঠেন ৯ মে।
দেশের বর্তমান অবস্থা তুলে ধরে নজরুল ইসলাম খান বলেন, আমরা দেশ এবং দেশের মানুষ যে দুর্বিসহ অবস্থায় জীবনযাপন করছে। কোভিডের অসহায় শিকারে পরিণত হয়েছে আমরা এর অবসান চাই।

পূর্ববর্তী নিবন্ধচার বছর ধরে পুকুরপাড়ে শিকলে বাঁধা মেহেদি
পরবর্তী নিবন্ধখালেদা জিয়া দেশেই সর্বোচ্চ চিকিৎসা পাচ্ছেন : হাছান