খালি প্যাডে ডাক্তারের স্বাক্ষর, বন্ধ করে দেয়া হল প্রাইভেট হাসপাতাল

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৫ জানুয়ারি, ২০২৪ at ৭:০৩ পূর্বাহ্ণ

নগরীর পাঁচলাইশ থানাধীন ফ্যামিলি হেলথ কেয়ার নামে একটি প্রাইভেট হাসপাতালের খালি প্যাডে ডাক্তারের স্বাক্ষর থাকায় হাসপাতালটিকে তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া একই এলাকার বসুন্ধরা ল্যাবের কর্মকর্তাকর্মচারীরা অভিযানকালে পালিয়ে যাওয়ায় ল্যাবটিও বন্ধ করে দেয়া হয়। অন্যদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে আনার প্রমাণ পাওয়া প্রবর্তক এলাকার ‘জেনেটিক ল্যাব’ বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া টেকনোলজিস্ট না থাকায় চমেক হাসপাতাল মেইন গেট এলাকার ল্যানসেট ডায়াগনস্টিক সেন্টারের এক্সরের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।

গতকাল বুধবার দুপুরে চলা অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মহিউদ্দিন। অভিযানকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াজেদ চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধচান্দগাঁওয়ের‘ধামা জুয়েল’ গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধশীতে কাবু জনজীবন