খালি চোখেই দেখা যাবে শুক্র বৃহস্পতি শনি

আজাদী ডেস্ক | রবিবার , ১০ অক্টোবর, ২০২১ at ১০:১৯ পূর্বাহ্ণ

আগামী পূর্ণিমার দিকে এগিয়ে যেতে যেতে আকাশে চাঁদ আর একা থাকবে না। কখনো উজ্জ্বল দেখা যাবে শুক্র গ্রহের কাছে। কখনো চাঁদ থাকবে সৌরমণ্ডলের গ্যাসে ভরা দুটি বৃহত্তম গ্রহ বৃহস্পতি ও শনির মাঝখানে। আমাদের চোখে ধরা দেবে রুপালি রঙের বৃহস্পতি ও হলদেটে সাদা রঙে শনি। গতকাল শনিবার ৯ অক্টোবর থেকে আগামী ১৪ অক্টোবর পর্যন্ত পুরো উত্তর গোলার্ধের আকাশে দেখা যাবে চাঁদ, শুক্র, বৃহস্পতি ও শনি গ্রহ।
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার স্টারওয়াচ গতকাল এই খবর দিয়ে জানিয়েছে, আকাশে মেঘ না থাকলে টেলিস্কোপ, বাইনোকুলার ছাড়াও খালি চোখে দেখা সম্ভব হবে চাঁদের সঙ্গে শুক্র, বৃহস্পতি ও শনির সহাবস্থান। আগামী বুধবার রাত পর্যন্ত আকাশে চাঁদের সঙ্গে শুক্রের কাছাকাছি সহাবস্থান দেখা যাবে চাঁদের একটু নিচে ডান দিকে, দক্ষিণ-পশ্চিম আকাশে। ওই সময় বৃহস্পতি ও শনিও দৃশ্যমান হতে পারত খালি চোখে; যদি না পৃথিবী থেকে শুকতারার উজ্জ্বলতা বৃহস্পতির ৫ গুণ আর শনির ৮৫ গুণ হত। শুক্র ও চাঁদের আলোয় তখন ঢাকা পড়বে বৃহস্পতি ও শনি।
তবে তাদের কপাল খুলবে বৃহস্পতিবার সূর্যাস্তের পরপর। সারা রাত পৃথিবী থেকে দৃশ্যমান হবে শনি ও বৃহস্পতি গ্রহ। চাঁদের একটু উপরে ডান দিকে খালি চোখে দেখা যাবে শনি। তবে তার বিস্ময়কর বলয়গুলো খালি চোখে দেখা যাবে না। চাঁদের বাম দিকে দেখা যাবে বৃহস্পতিকে।

পূর্ববর্তী নিবন্ধসৌদি বিমানবন্দরে ড্রোন হামলা তিন বাংলাদেশি আহত
পরবর্তী নিবন্ধনগরীতে এবার ২৭৬ মণ্ডপে হবে দুর্গা পূজা