খালি কন্টেনারে সিঙ্গাপুর পাড়ির চেষ্টা, পরে গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শনিবার , ৭ অক্টোবর, ২০২৩ at ৫:৩৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দরে একটি খালি কন্টেনারে প্রবেশ করে সিঙ্গাপুরে যাওয়ার চেষ্টাকালে মো. লিটন মোল্যা (২৩) নামের এক ট্রাক চালককে আটক করে বন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে জাহাজের নাবিকেরা।

গত বৃহস্পতিবার বিকেলে এমভি হাইয়ান ভিউ নামে জাহাজটি সিঙ্গাপুর ঘুরে এসে চট্টগ্রাম বন্দরের সিসিটি জেটিতে নোঙর করে। এরপর জাহাজের মাস্টার ওই যুবককে বন্দরের নিরাপত্তা বিভাগে হস্তান্তর করেন। পরবর্তীতে বন্দরের নিরাপত্তা বিভাগের পরিদর্শক নাছির উদ্দিন আহমেদ বাদী হয়ে বিশেষ ক্ষমতা ও পাসপোর্ট আইনে বন্দর থানায় মামলা দায়ের করেছেন। মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গ্রেপ্তার ট্রাক চালক লিটন মোল্যা মাগুরা জেলার শ্রীপুর থানার ইছাপুর গ্রামের মোল্যাবাড়ির মো. ফারুক মোল্যার ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বন্দরে প্রবেশের বৈধ পাস নিয়ে গত ২৪ সেপ্টেম্বর বিকেল সাড়ে পাঁচটার দিকে সিসিটি২ গেট দিয়ে চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে প্রবেশ করেন ট্রাকচালক লিটন মোল্যা। এরপর ওইদিন রাত সাড়ে ১১টার দিকে জাহাজের পেছনের রেলিং বেয়ে সিঙ্গাপুরগামী এমভি হাইয়ান ভিউ জাহাজে উঠে পড়েন। মূলত খালি কন্টেনারের ভেতরে প্রবেশ করে সিঙ্গাপুর চলে যাওয়ার উদ্দেশ্য ছিল তার। এরমধ্যে জাহাজটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দর ছেড়ে যায়। পরে পিপাসা ও ক্ষুধায় কন্টেনার থেকে বেরিয়ে আসলে জাহাজের নাবিকদের কাছে ধরা পড়েন। এরপর তাকে জাহাজের ক্যাপ্টেন নিজের জিম্মায় রাখেন। জাহাজটি সিঙ্গাপুর বন্দরে গিয়ে পুনরায় চট্টগ্রাম বন্দরে ফিরে আসে। গত বৃহস্পতিবার বিকেল পুনরায় চট্টগ্রাম বন্দরের সিসিটি১ এ বার্থিং করে। এরপর জাহাজের মাস্টার লিটনকে চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা বিভাগের কাছে সোপর্দ করেন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা বলেন, ট্রাকচালক হিসেবে বন্দরে প্রবেশের অনুমতি নিয়ে লিটন অবৈধভাবে সিঙ্গাপুর চলে গিয়েছিলেন। পরিকল্পিতভাবেই তিনি এ কাজটি করেছেন। সমুদ্রপথে সিঙ্গাপুর চলে যাওয়ার চেষ্টার মধ্য দিয়ে লিটন বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তাকে পুলিশের কাছে সোপর্দ করেছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হলে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।

পূর্ববর্তী নিবন্ধচার লেন প্রস্তুত, ডিসেম্বরের মধ্যে হবে পুরো ছয় লেন
পরবর্তী নিবন্ধনির্বাচনকে বাধাগ্রস্ত করা বিদেশিরাও সমর্থন করে না : তথ্যমন্ত্রী