মায়ের সাথে খালার বাড়ি বেড়াতে গিয়েছিলো উম্মে আয়শা আনিকা (৪)। সেখানে পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হল তার। আনিকা রাঙ্গুনিয়ার উপজেলার সরফভাটা ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড আসকার আলী রোডের দক্ষিণ পাশে গোলাপ শাহ মাজার সংলগ্ন দেপ্পোর বাড়ির প্রবাসী মোহাম্মদ আলাউদ্দিনের কন্যা। গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাউজানের নোয়াপাড়া কচুখাইন এলাকায় খালার বাড়িতে এ ঘটনা ঘটে।
তার স্বজন মোহাম্মদ আজাদ জানান, আনিকা বাড়ির পাশে খেলা করছিলো। সন্ধ্যার দিকে সবার অজান্তে সে পাশের পুকুরে পড়ে তলিয়ে যায়। নিখোঁজের আধা ঘণ্টার মধ্যে পুকুরে আনিকার নিথর দেহ ভেসে উঠে। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেয়ের মৃত্যুর খবরে প্রবাস থেকে ছুটে আসেন পিতা আলাউদ্দিন। তিনি আসার পর গতকাল শুক্রবার সরফভাটা মীর আফাজ চৌধুরী জামে মসজিদ প্রকাশ দুইতলা জামে মসজিদ মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে আনিকাকে দাফন করা হয়।