খালাকে হত্যার দায়ে ভাগ্নের যাবজ্জীবন

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১০ জানুয়ারি, ২০২৩ at ৫:১৮ পূর্বাহ্ণ

নগরীর হালিশহর থানাধীন এলাকায় জুলি আক্তার নামের এক তরুণীকে হত্যার দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। দণ্ডপ্রাপ্ত মো. রাসেল ওরফে রুবেল (পলাতক) সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়নের ফরেস্ট অফিস বৈদ্যপাড়া এলাকার মহব্বত আলীর ছেলে।

গতকাল চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ জসিম উদ্দিন এ রায় ঘোষণা করেন। আদালতের বেঞ্চ সহকারী নেছার আহমেদ আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আনীত অভিযোগ সন্দোহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক রুবেলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ১৯ মার্চ জুলি আক্তারের বিয়ের তারিখ ঠিক করা হয়। বিয়ের কথা শুনে ৬ দিন আগে ১৩ মার্চ জুলির মামাতো বোনের ছেলে রুবেল জুলিদের বাড়িতে আসেন। জুলি ও রুবেলের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে কথাকাটাকাটি ও ধস্তাধস্তি হয়। পরে রুবেল জুলিকে ছুরিকাঘাত করেন। এ সময় জুলিও ছুরি কেড়ে নিয়ে রুবেলকে ছুরিকাঘাত করেন। তাদের দুইজনকে আহতাবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জুলির মৃত্যু হয়। এ ঘটনার জুলির পরিবার হালিশহর থানায় হত্যা মামলাটি দায়ের করে।

পূর্ববর্তী নিবন্ধমহাসড়ক দখল করে ইট বালুর ব্যবসা
পরবর্তী নিবন্ধশান্তি নিকেতনে বাংলাদেশ আর্টিস্ট গ্রুপের শিল্পকর্ম উৎসব