খার্তুম ‘মুক্ত’: ঘোষণা সুদানের সেনাপ্রধানের

| শনিবার , ২৯ মার্চ, ২০২৫ at ৬:২২ পূর্বাহ্ণ

সুদানের সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আলবুরহান বুধবার রাজধানী খার্তুমকে “মুক্ত” ঘোষণা করেছেন। তিনি আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর খার্তুমের প্রেসিডেন্ট প্রাসাদ পরিদর্শন করেন। এর কয়েক ঘণ্টা আগে সেনারা প্যারামিলিটারি র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এর কাছ থেকে বিমানবন্দর পুনরুদ্ধার করে। সেনাবাহিনীর সদস্যদের ঘেরাটোপে বুরহান প্রেসিডেন্ট প্রসাদ থেকে ঘোষণা দেন, খার্তুম এখন আরএসএফএর কবল থেকে মুক্ত। খার্তুম মুক্ত, কাজ শেষ, বলেন তিনি। খবর বিডিনিউজের।

সুদানের সেনাবাহিনী রাজধানী খার্তুমের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে বলে দাবি করেছেন জেনারেল বুরহান। সুদানে প্রায় দুই বছর যুদ্ধের পর এই প্রথম বুরহান প্রেসিডেন্ট প্রাসাদে পা রাখলেন বলেই মনে করা হচ্ছে। ২০২৩ সালের এপ্রিলে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই আরএসএফ খার্তুম এবং বিমানবন্দর দখল করে নেওয়ায় সেনানিয়ন্ত্রিত সরকার লোহিত সাগর তীরবর্তী পোর্ট সুদানে চলে যেতে বাধ্য হয়েছিল। রাজধানী খার্তুমের নিয়ন্ত্রণ হারানো আরএসএফএর জন্য বড় ধরনের ধাক্কা। জেনারেল বুরহানের প্রত্যাবর্তনের আগে সেনাবাহিনীর কমান্ডার বিবিসিকে জানিয়েছিলেন, তারা বিমানবন্দরের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করেছেন এবং বাকি আরএসএফ যোদ্ধাদের সরিয়ে দিতে সক্ষম হবেন বলে আশা করছেন। শুক্রবার প্রেসিডেন্ট প্রাসাদ পুনরুদ্ধারের পর সেনাবাহিনী দ্রুত খার্তুমের অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোও পুনরুদ্ধার করে নেয়।

পূর্ববর্তী নিবন্ধক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে ইরানের নতুন অস্ত্র ‘রিং পার্টিকেল অ্যাক্সিলারেটর’
পরবর্তী নিবন্ধইউক্রেনে জাতিসংঘের অধীনে ‘অন্তর্বর্তীকালীন সরকার’ প্রতিষ্ঠার পরামর্শ পুতিনের