নগরে মো. রাসেল নামে এক অটোরিকশা চালক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। গতকাল দুপুর ২টার দিকে আমবাগান রেলওয়ে কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। খুলশী থানা সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যদের খারাপ লাগছে বলে রুমে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয় রাসেল। দুপুরেও তার সাড়া শব্দ না পেয়ে রুমের দরজার ফাঁক দিয়ে দেখে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় রাসেলের মরদেহ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে। পরে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। রাসেল ওই এলাকার রেজাউল করিম নামে এক ব্যক্তির মেয়ের জামাই। শ্বশুর বাড়িতেই থাকতেন তিনি।