করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেও সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি উপেক্ষা করে কমিউনিটি সেন্টারে বিবাহোত্তর বৌভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল গোপনে।
খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন।
আজ বুধবার (৩০ জুন) এ অভিযান পরিচালনার সময় তিনি মাত্র ১০ মিনিট সময় বেঁধে দেন অতিথিদের চলে যেতে। এর মধ্যে খাবার ফেলে অতিথিরা পড়িমরি করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। বাংলানিউজ
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন জানান, অভিযানকালে বারৈয়াঢালার দক্ষিণ ফেদাইনগরের সুজন চন্দ্র নাথকে ১০ হাজার টাকা এবং বারৈয়াঢালার টেরিয়াল বাজারের রাখী কমিউনিটি সেন্টারের মালিক হোসেন আলী ভূইয়াকে ১০ হাজার টাকা জরিমানা সহ এ ধরনের কোনো অনুষ্ঠান আয়োজন না করার জন্য সতর্ক করা হয়েছে।
তিনি বলেন, “এবার লকডাউনে কোথাও এ ধরনের কোনো জমায়েত হতে দেব না। যদিও কেউ সরকারি বিধি-নিষেধ অমান্য করে তবে কঠোর শাস্তি দেওয়া হবে। ”