খাবার, পানির সঙ্কট টোঙ্গায় যাচ্ছে আরও সহায়তা

| শনিবার , ২২ জানুয়ারি, ২০২২ at ৭:২৫ পূর্বাহ্ণ

আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ও সুনামিতে বিপর্যস্ত প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশ টোঙ্গায় দেখা দিয়েছে খাবার ও পানির সঙ্কট, আগামী কয়েক দিনে বিভিন্ন দেশ থেকে ত্রাণ নিয়ে পৌঁছানোর কথা রয়েছে বেশ কয়েকটি জাহাজ ও বিমানের। আগ্নেয় ছাইয়ে পানি সরবরাহ ব্যবস্থা দূষিত এবং সুনামিতে ঘর বাড়ি ধ্বংস হওয়ার পাঁচ দিন পর বৃহস্পতিবার নিউজিল্যান্ডের একটি বিমান ত্রাণ নিয়ে টোঙ্গায় পৌঁছায়। খবর বিডিনিউজের।
টোঙ্গার প্রধান বিমানবন্দরের রানওয়ে ঢেকে রাখা আগ্নেয় ছাই পরিষ্কার করার পর ওই সামরিক বিমানটি সেখানে নামতে সক্ষম হয়। পানি, তাঁবু, যোগাযোগের যন্ত্রপাতি এবং বৈদ্যুতিক জেনারেটর নিয়ে গেছে বিমানটি। নিউজিল্যান্ডের জাহাজ এমএইচএনজেডএস অতেয়ারোয়ার শুক্রবারই টোঙ্গায় পৌঁছানোর কথা রয়েছে, যেখানে থাকছে আড়াই লাখ লিটার পানি এবং একটি ডেসালিনেশন প্ল্যান্ট, যেটি সাগরের পানি থেকে প্রতিদিন ৭০ হাজার লিটার ব্যবহারযোগ্য পানি দিতে পারবে।
বৃহস্পতিবারই অস্ট্রেলিয়া থেকে ত্রাণ নিয়ে টোঙ্গার পথে রওনা হয়েছিল একটি বিমান, কিন্তু কারিগরি জটিলতায় মাঝপথে সেটি ফিরে যায়। শুক্রবার সেটি টোঙ্গায় পৌঁছাতে পারে বলে অস্ট্রেলিয়া হাই কমিশন জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানের লাহোরে বোমা হামলায় নিহত ৩
পরবর্তী নিবন্ধভারতের সর্বোচ্চ আদালতের সামনে আগুনে আত্মহত্যার চেষ্টা