খাবারের সন্ধানে অজগরটি এসেছিল লোকালয়ে

মীরসরাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৭ নভেম্বর, ২০২২ at ৮:২৪ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে খাবারের খোঁজে লোকালয়ে এসে স্থানীয়দের হাতে ধরা পড়েছে একটি অজগর। মঙ্গলবার দুপুরে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের প্রফেসর আইয়ুব আলীর বাড়ির পাশের জমি থেকে সাপটি উদ্ধার করা হয়। পরে অজগরটি বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয় হারুন অর রশিদ জানান, প্রফেসর আইয়ুব আলীর বাড়ির পাশে জমির আইলে অজগরটি বিচরণ করতে দেখা যায়। সাপটি লম্বায় ১২ ফুট। ওজন ২৫ কেজি। পরে এলাকার মানুষদের সহযোগিতায় অজগরটিকে ধরে বনবিভাগের গোভনিয়া রেঞ্জ অফিসে হস্তান্তর করা হয়। তিনি আরও বলেন, একদিন আগে আমাদের একটি হাঁস খুঁজে পাওয়া যায়নি। এছাড়া এলাকার বেশ কয়েকজনের হাঁস-মুরগিও খুঁজে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, অজগরটিই এগুলো সাবাড় করছিল।
বনবিভাগের গোভনিয়া রেঞ্জ কর্মকর্তা শাহন শাহ নওশাদ বলেন, অজগর উদ্ধার করে গোভনিয়া বিটে অবমুক্ত করা হয়েছে। হয়তো খাবারের খোঁজে অজগরটি পাহাড় ছেড়ে লোকালয়ে চলে এসেছে।

পূর্ববর্তী নিবন্ধরাশিয়া নয়, পোল্যান্ডে পড়া ক্ষেপণাস্ত্র ইউক্রেনের!
পরবর্তী নিবন্ধঢেমশা কৃষ্ণ মন্দিরে সভা