হাটহাজারীতে পৌরসদরের কিচেন ডায়েরি নামক রেস্টুরেন্টের টেবিল ও ঝুড়িতে জ্যান্ত পোকা (মেগট লার্ভা) পাওয়ার সংবাদ প্রকাশের পর সেই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন।
রবিবার (১৮ জানুয়ারি) বিকাল সাড়ে চারটার দিকে পৌরসভার জাগৃতি ক্লাব সংলগ্ন শামস টাওয়ার দ্বিতীয় তলায় কিচেন ডায়েরি নামক প্রতিষ্ঠানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মু. আবদুল্লাহ আল মুমিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
জানা যায়, গতকাল শনিবার বিকালের দিকে উল্লেখিত এলাকার কিচেন ডায়েরি নামক প্রতিষ্ঠানে নাস্তা করতে গেলে সেখানে টেবিলে ও ঝুড়িতে পোকা দেখে দায়িত্বরতদের ডেকে টেবিলে পোকা কেনো জানতে চাইলেও তারা কোনো সদুত্তর দিতে পারেনি।
পরে প্রতিষ্ঠান মালিককে বিষয়টি জানালে তিনি বিষয়টি তেমন গুরুত্ব দেননি। নিরুপায় হয়ে সাথে সাথে ভুক্তভোগী ঘটনাটি নির্বাহী ম্যাজিস্ট্রেট হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসারকে জানান। পরে বিষয়টি নিয়ে বিভিন্ন দৈনিক আজাদীর অনলাইনে খবর প্রকাশ হলে রবিবার বিকালের দিকে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন।
হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মু. আবদুল্লাহ আল মুমিন রবিবার সন্ধ্যায় অভিযানের সত্যতা স্বীকার করে জানান, অভিযানের সময় রেস্টুরেন্টে মেয়াদ উত্তীর্ণ পণ্য, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত এবং প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণ না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ধারায় ওই প্রতিষ্ঠানকে দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে তা ডিজিটাল ক্যাশ রেডিস্টার (ডিসিআর) এর মাধ্যমে আদায় করে সরকারি কোষাগারে জমা করা হয়েছে। পাশাপাশি তাদেরকে ভবিষ্যতের জন্য সতর্কও করা হয়।












