মনসুরাবাদ খান সাহেব আবদুল হাকিম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. জাহাঙ্গীর খানের সভাপতিত্বে, দুই পর্বের ১ম অধিবেশনে উদ্বোধক ছিলেন চসিক কাউন্সিলর নাজমুল হক ডিউক। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. মুহাম্মদ সানাউল্লাহ চৌধুরী, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন চট্টগ্রামের ট্রেজারার ডা. মো. আরিফুল আমীন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. নাসির উদ্দিন ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মুহাম্মদ শাহ আলম। বিদ্যালয়ের শিক্ষিকা লুৎফর নাহার ও শিক্ষক মো. হাছান আলীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন পর্ষদ পরিচালনা সদস্য মো. সেলিম মিয়া, মীর মো. ফারুক, ইয়াছমিন আক্তার, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত ও পর্ষদ সদস্য শাহীন আফরোজ, মো. সফিকুল ইসলাম, মো. গিয়াস উদ্দিন প্রমুখ। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।