রাস্তার বেহাল দশায় নগরীর অফিসপাড়া এবং ব্যাংকপাড়া খ্যাত আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার স্বাভাবিক গতিশীলতা মুখ থুবড়ে পড়ার উপক্রম হয়েছে। বাদামতলী মোড় থেকে আগ্রাবাদ হোটেলের দিকে আসা সবদার আলী সড়কটির বিভিন্ন অংশ ধানক্ষেতের মতো হয়ে আছে। যাতে গাড়ি এবং পথচারী চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। রাস্তাটির পিচ চলে গেছে, খানাখন্দে ভরে আছে। বৃষ্টির পানি রাস্তাটির বিভিন্ন অংশে থৈ থৈ করে। রাস্তাটি দিয়ে রিকশা, টেক্সি এবং প্রাইভেট গাড়ি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
আগ্রাবাদের অফিস পাড়ায় প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়ত করেন, ব্যাংকিং সারতে যান। বেহাল সড়কটি বিপুল জনগোষ্ঠীর নিত্যভোগান্তির কারণ হয়ে উঠেছে। চট্টগ্রাম ওয়াসার স্যুয়েরেজ প্রকল্পের জন্য রাস্তাটি কাটাকুটি করার পর মেরামত না করায় পরিস্থিতি দিনে দিনে নাজুক হয়ে উঠছে। স্থানীয়রা রাস্তাটি চলাচল উপযোগী করে দেয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।