খানাখন্দে ভরা রাস্তা,চলাচলে দুর্ভোগ

হলদিয়া-ডাবুয়া সংযোগ সড়ক

রাউজান প্রতিনিধি | রবিবার , ৬ জুলাই, ২০২৫ at ৬:২৮ পূর্বাহ্ণ

রাউজান উপজেলার হলদিয়া ও ডাবুয়া ইউনিয়নের সংযোগে থাকা একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তা দীর্ঘ সময় ধরে খানাখন্দে ভরে জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। রাস্তাটির বেহাল দশায় কয়েকটি গ্রামের মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। হলদিয়ার এয়াছিননগর গুচ্ছ গ্রামের পাশ দিয়ে প্রায় ৩ কিলোমিটারের রাস্তাটি যুক্ত হয়েছে ডাবুয়া জগন্নাথ হাটে। এই রাস্তায় চলাচল করে দুটি ইউনিয়নের কয়েক হাজার মানুষ। আগে রাস্তাটি দিয়ে ছোট যানবাহন চলাচল করলেও এখন খানাখন্দে ভরে যাওয়ায় যানবাহন চলছে না। স্থানীয়রা বলছেন, এখন এই রাস্তায় পায়ে হাঁটাও কষ্টসাধ্য হয়ে পড়েছে।

সরেজমিনে দেখা যায়, রাস্তাটির পুরোনো ইটের সলিং উঠে গিয়ে খানাখন্দে ভরে আছে। এমন অবস্থায় এলাকার শিক্ষার্থীদের অনেকেই স্কুলে যাওয়াআসা বন্ধ করে দিয়েছে পিছলে পড়ার আশঙ্কায়। স্থানীয় গ্রামবাসীদের কেউ কেউ অভিযোগ করেছেনগ্রামের কতিপয় ব্যক্তি রাস্তার জায়গা কেটে কোনো কোনো স্থানে জমির সাথে মিশিয়ে ফেলেছে। এমন অবস্থায় রাস্তাটি কোনো কোনো অংশ ছোট হয়ে গেছে। ডাবুয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য জসিম উদ্দিন রাস্তাটি দুরাবস্থার কথা উল্লেখ করে জানান, তিনি রাস্তাটির সংস্কারের জন্য উপজেলা প্রশাসনের কাছে আবেদন করে রেখেছেন। পাশ কেটে দখল করা রাস্তার জায়গা পুনরুদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে ইয়াবাসহ বিক্রেতা গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধপাইন্দংয়ের ২ নং ওয়ার্ডে কৃষকদলের সম্মেলন