খানদীঘি স্কুলে অভিভাবক সমাবেশ

| শুক্রবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৩ at ১১:০১ পূর্বাহ্ণ

চন্দনাইশের খানদীঘি হাই স্কুলের অভিভাবক সমাবেশে স্কুলের সভাপতি শাখাওয়াত হোসেন শিবলী বলেছেন, বর্তমান সরকার দেশের প্রান্তিক অঞ্চলসহ পুরো দেশের হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোর অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার সাহা বলেছেন, উন্নত শিক্ষাব্যবস্থা ও মানসম্মত শিক্ষাব্যবস্থা নিশ্চিতে সরকার বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ বাস্তবায়ন করেছে। অভিভাবকদের আরও সচেতন হতে হবে, প্রতিদিন স্কুলে আসাযাওয়া নিশ্চিত করতে অভিভাবকদের এগিয়ে আসতে হবে। গতকাল বিদ্যালয় মিলনায়তনে অভিভাবক সমাবেশ বিদ্যালয়ের সভাপতি মো: শাখাওয়াত হোসেন শিবলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার সাহা, আলোচক ছিলেন বৈলতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম তালুকদার ও দোহাজারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর আহমদ। বক্তব্য রাখেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: কামাল উদ্দীন, সহকারী প্রধান শিক্ষক আবুল বশর, অভিভাবক সদস্য মো: নাজিম উদ্দিন, সেলিনা আকতার ও শিক্ষার্থীদের অভিভাবক আওয়ামী লীগ নেতা মো: জালাল উদ্দিন ও নুরুল ইসলাম রানা, স্কুলের শিক্ষক প্রনব কুমার নাথ, আনু বড়ুয়া ও বিকাশ চন্দ্র দে প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ২৮ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধবন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে মানবিক দায়িত্ব পালন করতে হবে