চট্টগ্রামের বাঁশখালী উপকূলীয় খানখানাবাদ ইউনিয়নের কদম রসূল সাগর পাড় এলাকা থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে সাগরের পানিতে ভেসে আসা ক্ষতবিক্ষত লাশটি স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করে। শুক্রবার সন্ধ্যা ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি বলে থানা সূত্রে জানা যায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, লাশটি কয়েকদিন আগের বলে ধারণা করা হচ্ছে। এখনো পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা যায়নি। ক্ষতবিক্ষত অবস্থায় হওয়াতে এটি পুরুষ না নারী তাও জানা যায়নি। উপকূলীয় জনগণের সহায়তায় বাঁশখালী থানা পুলিশের একটি দল লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। উদ্ধারকৃত লাশের কোনো পরিচয় নিশ্চিত না হওয়াতে সাম্প্রতিক সময়ে কেউ নিখোঁজ থাকলে বা কোনো স্বজনের খোঁজ না পেলে বাঁশখালী থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে সাগরে ডুবে যাওয়া কারও লাশ ভেসে এসে এখানে উঠতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।












