খানখানাবাদে ২ ড্রেজার জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

বাঁশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ২৮ অক্টোবর, ২০২৫ at ৮:৩১ পূর্বাহ্ণ

বাঁশখালীর খানখানাবাদ ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় উপজেলা প্রশাসনের অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টার দিকে বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ওমর সানী আকনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে বালু উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার জব্দ করা হয় এবং ঠিকাদারী প্রতিষ্ঠান পিডিএলকে ৫০ হাজার টাকা জরিমানা ও মুচলেকা নেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ওমর সানী আকন বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্ট ঠিকাদারের লোকজনের কাছ থেকে মুচলেকা নেয়া এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধনিরাপদ সড়ক গড়তে সবাইকে দায়িত্বশীল হতে হবে : মেয়র
পরবর্তী নিবন্ধএসডিজি ইয়ুথ ফোরামের ‘গ্রিন ফুটপ্রিন্টস, আরবান গ্রিনিং’