খানখানাবাদে বেড়িবাঁধের ফাটল সংস্কার কাজ পরিদর্শনে এমপি মোস্তাফিজ

বাঁশখালী প্রতিনিধি | শুক্রবার , ২২ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৩৪ পূর্বাহ্ণ

বাঁশখালীর উপকূলীয় খানখানাবাদ ইউনিয়নের কদমরসুল পয়েন্টে বেড়িবাঁধে ফাটল ধরা অংশে সংস্কার কাজ পরিদর্শন করেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। তিনি গতকাল বৃহস্পতিবার ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার প্রথম দাবি ছিল বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধ নির্মাণ। তিনি আমার এলাকার জনগণকে ভালবেসে সে কাজ করে দিয়েছেন। সাগরের রূপ পরিবর্তনের ফলে জোয়ারের স্রোতে এখন যে সব স্থানে ফাটল দেখা দিয়েছে, সে সব কাজ দ্রুত বাস্তবায়ন করা হবে। বাঁশখালীর জনগনের জন্য আমি যে কোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছি। এ সময় তিনি অচিরেই জলকদর খাল সংস্কার স্থায়ী বাঁধ নির্মানে আরো ১২ শত কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে বলে জানান।

খানখানাবাদের দীর্ঘ বেড়িবাঁধের কদমরসুল পয়েন্টের প্রায় ৭০০ মিটার এলাকা বেড়িবাঁধে ফাটল দেখা দিয়েছে। বেড়িবাঁধের ফাটল ধরা অংশে পানি উন্নয়ন বোর্ড গত মঙ্গলবার থেকে বার্জ দিয়ে সাগর থেকে বালু এনে তা জিও ব্যাগে প্যাকিং করে ভাঙন এলাকায় ডাম্পিং কাজ শুরু করেছে। পরিদর্শন কালে চাম্বলের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, খানখানাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জসীম উদ্দিন হায়দার, গাজী জাহেদ আকবর জেবু,পানি উন্নয়ন বোর্ডের এসডি সাগর দে, এসও গোলাম কাদির, প্রকৌশলী লিপটন ওম, নজরুল ইসলাম,গাজী সিরাজুল মোস্তফা,জিয়াউল হক চৌধুরী, সাবেক মেম্বার হাফেজ, গাজী তৌফিক প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধ১০ বছর পর আমৃত্যু সাজাপ্রাপ্ত আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় জটিল রোগীদের সমাজসেবা অধিদপ্তরের চেক বিতরণ