বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিট পুলিশিং সমাবেশ ও চারা বিতরণ গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান জসীম উদ্দিন হায়দার। প্রধান অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার আনোয়ারা সার্কেল মো.কামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামাল উদ্দীন। আলোচনায় অংশ নেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম, দক্ষিন জেলা যুবলীগের সাবেক সদস্য গাজী জাহেদ আকবর জেবু, ইউনিয়ন পরিষদের সচিব জামাল মিঞা সিকদার, ইউপি সদস্য দিদারুল আলম প্রমুখ। ইকরামুল হকের সঞ্চালনায় সভায় বক্তারা এলাকার আইন শৃংখলা উন্নয়নে জনপ্রতিনিধি, সাধারন জনগনকে পুলিশ প্রশাসনকে সহযোগিতা আহবান জানান। আর যারা এলাকার আইনশৃঙ্খলা অবনতি করবে, মাদক সেবন, ও খারাপ কাজে যুক্ত হবে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে বলে উল্লেখ করেন। সভা শেষে ইউনিয়নের স্কুল মাদ্রাসায় পরিষদের পক্ষ থেকে ১০হাজার ফলদ ও ওষুধি গাছের চারা বিতরন করা হয়। বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় চারা গুলো রক্ষনা বেক্ষনের আহবান জানান ।