বাঁশখালীর খানখানাবাদে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) সদস্যদের ২ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ গতকাল সোমবার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয় । প্রশিক্ষণের ১ম দিন খানখানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দিন হায়দারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি চট্টগ্রামের উপ পরিচালক মো. হাফিজ আহমদ। উপজেলা স্বেচ্ছাসেবক সমন্বয়কারী কল্যাণ বড়ুয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সিপিপির সহকারি পরিচালক মো. সাইফুল ইসলাম। অতিথি ছিলেন উপজেলা টিম লিডার মো. ছগীর, মিঠু কুমার দাশ প্রমুখ। প্রশিক্ষনে ৪টি ইউনিটের ৮০ জন সদস্য অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, যে কোন দুর্যোগে সিপিপির স্বেচ্ছাসেবকেরা যে ত্যাগ স্বীকার করে তা কখনও তুলনা হয়না বলে অভিমত ব্যক্ত করেন ।