আঞ্জুমানে কাদেরীয়া চিশতিয়া আজিজিয়া চট্টগ্রাম মহানগর শাখার ব্যবস্থাপনায় খানকায়ে কাদেরীয়া চিশতিয়া আজিজিয়া আলিয়ায় হযরত আবু বকর সিদ্দিকের (রা.) ওরশ শরিফ ও শাহসুফি মুহাম্মদ আজিজুল হক আল কাদেরীর (রহ.) ফাতেহা শরিফ উপলক্ষে মিলাদ মাহফিলে গত ১৪ ডিসেম্বর পুরাতন টিঅ্যান্ডটি রোডে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ছিপাতলী দরবারে আজিজিয়া আলিয়া শরিফের সাজ্জাদানশীন শাহসুফি অধ্যক্ষ আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আল কাদেরী। এ সময় উপস্থিত ছিলেন শাহজাদা আবু রায়হান মুহাম্মদ গোলাম মুঈনুদ্দিন। আলোচক ছিলেন অধ্যাপক মাওলানা মুহাম্মদ নুরুন্নবী আল কাদেরী, মাওলানা ইউসুফ বাহার যুক্তিবাদী, মাওলানা মঈনুদ্দিন খান মামুন, মাওলানা দিদারুল আলম আল কাদেরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












