খাদ্য সংকট মোকাবেলায় সুজনের তিন প্রস্তাব

| রবিবার , ২৩ অক্টোবর, ২০২২ at ৫:৫৩ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রীর আহ্বান, দুর্দিনকে রুখে দাঁড়ান, মুষ্টিচালের সঞ্চয়ে, অভাব যাবে নির্বাসনে- মত প্রকাশ করে আগামী দিনের সম্ভাব্য খাদ্য সংকট মোকাবেলায় ৩টি প্রস্তাবনা পেশ করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। গতকাল শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে উক্ত প্রস্তাবনা পেশ করেন সুজন। তার প্রস্তাবনার মধ্যে রয়েছে মুষ্টি চালের মাধ্যমে খাদ্য সঞ্চয়, সামাজিক অনুষ্ঠানে অপচয় রোধ এবং পতিত জমিতে আবাদ।

এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্ভাব্য খাদ্য সংকটের চ্যালেঞ্জ মোকাবেলায় দেশবাসীকে অধিক পরিমাণে খাদ্য উৎপাদনের আহ্বান জানিয়েছেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব সম্প্রদায় আগামী বছর একটি গভীর সংকটের আশঙ্কা করছেন। তাই এখন থেকেই প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে তাই আগামী দিনের সম্ভাব্য খাদ্য সংকট মোকাবেলায় একগুচ্ছ প্রস্তাবনা পেশ করেছেন সুজন। এ প্রস্তাবনাসমূহ বিবেচনা করে সকলেই যদি আন্তরিকতার সাথে এগিয়ে আসে তাহলে বাংলাদেশ সমূহ সংকট থেকে উত্তরণ করতে পারবে বলে মত প্রকাশ করেন তিনি। খাদ্য সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলারও অনুরোধ জানান সুজন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাল্টা ও ড্রাগন বাগানে ঝুলছে ডলার!
পরবর্তী নিবন্ধউদীচীর প্রতিষ্ঠাবার্ষিকীতে ২৯ অক্টোবর বর্ণাঢ্য অনুষ্ঠানমালা