খাদ্য সংকটে রাউজানে লোকালয়ে বানর

রাউজান প্রতিনিধি | সোমবার , ২৬ জুলাই, ২০২১ at ১১:৩৮ পূর্বাহ্ণ

রাউজানের পার্শ্ববর্তী পাহাড় থেকে নেমে লোকালয়ে বিচরণ করছে বানর দল। স্থানীয়রা জানান, পাহাড় থেকে নেমে আসা বানর ক্ষেত খামারের ফলমূল খেয়ে যাচ্ছে। মানুষের বাড়ি ঘরের চাল ও গাছে গাছে লাফালাফি করছে।
উল্লেখ্য, উপজেলার কদলপুর ও পাহাড়তলী ইউনিয়নের পূর্ব পাশে রয়েছে ছোট বড় পাহাড়। ওইসব পাহাড়ে সাধারণত এসব বানরের বিচরণ ছিল। স্থানীয়দের মধ্যে পাহাড়ে খাদ্যাভাব দেখা দেয়ায় বানরগুলো এখন লোকালয়ে নেমে আসতে শুরু করেছে।

পূর্ববর্তী নিবন্ধকরোনায় মীরসরাই উপজেলা মহিলা আ.লীগ সভাপতির মৃত্যু
পরবর্তী নিবন্ধসুপার শপের আড়ালে ইয়াবা ব্যবসা!