সাংসদ আলহাজ্ব মো. নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, বর্তমান সরকার কৃষকদের জন্য বিনামূল্যে উন্নতমানের বীজ, সার, কীটনাশকসহ কৃষিবান্ধব প্রয়োজনীয় সকল উপকরণ প্রদান করছে। ফলে কৃষকরা তাদের ক্ষেতে কাঙ্ক্ষিত ফলন পাচ্ছে। এছাড়া দেশে ক্রমবর্ধমাণ জনসংখ্যার খাদ্য চাহিদা পূরণে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বর্তমান সরকার প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করছে।
গতকাল শনিবার সকালে চন্দনাইশে ২০২১-২০২২ রবি মৌসুমে কৃষি প্রনোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উফশী বোরো ধান চাষে হাইব্রিড ও উফশী বীজ এবং রাসায়নিক সার বিতরণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ স্মৃতি রানী সরকার, চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন সরকার, উপজেলা কৃষকলীগের সভাপতি মাস্টাার হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক নবাব আলী, কৃষ্ণ চক্রবর্ত্তী, খুরশেদ উদ্দিন মিন্ট, জাহিদ চৌধুরী, সম্রাট চৌধুরী, কাজী রুমি, দেলোয়ার হোসেন মানিক, সুকান্ত, দোহা প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ স্মৃতি রানী সরকার জানান, রবি মৌসুম উপলক্ষে উক্ত কর্মসূচীর আওতায় উপজেলার ৫৫০ জন কৃষককে ৫ কেজি করে উফশী ধান বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার এবং ২৯৮০ জন কৃষককে ২ কেজি করে হাইব্রিড ধান বীজ প্রদান করা হবে।