মেঝেতে রেখে নুডলস মোড়কজাত করাসহ বিভিন্ন অপরাধে চান্দগাঁওয়ে একটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সংস্থাটির চট্টগ্রাম বিভাগ ও জেলা কার্যালয়ের উদ্যোগে গতকাল মঙ্গলবার এই অভিযান পরিচালিত হয়। একই অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা ও জেলিযুক্ত চিংড়ি বিক্রি করায় বহদ্দারহাটের ছয় ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে ২৩ কেজি জেলিযুক্ত চিংড়ি মাছ ধ্বংস করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ্, সহকারী পরিচালক (মেট্রো) পাপীয়া সুলতানা লীজা ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ ৫ম পৃষ্ঠার ৪র্থ কলাম
হাসানুজ্জামান।
সংশ্লিষ্টরা জানান, কালুরঘাট বিসিক এলাকার বিএসপি ফুড প্রডাক্টস নামের প্রতিষ্ঠানটি মেঝেতে রেখে নুডলস মোড়কজাত করছিল। একইসঙ্গে লেবেলবিহীন ফ্লেভার ব্যবহার, তেলাপোকাসহ তেল সংরক্ষণ এবং মোড়কে পণ্য তৈরিতে ব্যবহৃত উপকরণের সঠিক তথ্য উল্লেখ করেনি। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
বহদ্দারহাট বাজারে জেলিযুক্ত চিংড়িমাছ বিক্রির জন্য সংরক্ষণ করায় ইসমাঈল ও মাইন উদ্দিনের মাছের দোকানকে ৫ হাজার টাকার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তাদের কাছ থেকে ২৩ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করে ধ্বংস করা হয়।
এছাড়া মূল্যতালিকা প্রদর্শন না করায় আজমির স্টোর ও নূর তূষার সওদাগরের মুরগির দোকানকে ২ হাজার টাকা করে ৪ হাজার টাকা এবং হানিফ ও মিম স্টোরকে তিন হাজার টাকা করে ছয় হাজার টাকা জরিমানা করা হয়।