আমরা সাধারণ নাগরিক
কী করে আজ বাঁচি!
জীবন যাপন নিয়ে ভীষণ
যন্ত্রণাতে আছি।
হাট বাজারে নিত্যপণ্যের
আকাশ ছোঁয়া দাম
দামের তাপে শরীর বেয়ে
ঝরে মাথার ঘাম।
দরাদরি করলে বেশি
দোকানি হয় গরম
পকেটের হাল ভেবে নিজে
পাই যে বেজায় শরম।
দামের আগুন জ্বললে কেনার
সাধ্য কি আর আছে?
জীবনটা আজ জিম্মি খাদক
সিন্ডিকেটের কাছে।