খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাষ্ট্‌্িরজ এসোসিয়েশন চ্যাম্পিয়ন

চিটাগাং চেম্বার কাপ কাবাডি প্রতিযোগিতা

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ৩১ ডিসেম্বর, ২০২১ at ৬:৩৫ পূর্বাহ্ণ

স্বাধীনতার সুবর্ন জয়ন্তী এবং মুজিব বর্ষ উপলক্ষ্যে দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ আয়োজিত চিটাগাং চেম্বার কাপ কাবাডি প্রতিযোগিতার শিরোপা জিতেছে খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাষ্ট্‌্িরজ এসোসিয়েশন। গতকাল বিকেলে সিআরবি শিরিষ তলায় অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে টেরিবাজার ব্যবসায়ী সমিতিকে ৩৬-২০ পয়েন্ট পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাষ্ট্‌্িরজ এসোসিয়েশন। প্রতিযোগিতার ফেয়ার প্লে ট্রফি জিতেছে চট্টগ্রাম মেট্রোপলিটন শপ ওনার্স এসোসিয়েশন। মতি টাওয়ার দোকান ও ব্যবসায়ী কল্যাণ সমিতি’র ইমরান তুহিন কাজী প্রতিযোগিতার সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হন। খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাষ্ট্‌্িরজ এসোসিয়েশন এর সানি ম্যান অব দি টুর্নামেন্ট এবং তুহিন ম্যান অব দি ফাইনাল নির্বাচিত হন। এছাড়া অংশগ্রহণকারী সকল দলকে ট্রফি প্রদান করা হয়। খেলা শেষে পুরষ্কার বিতরনী অনুষ্ঠান চিটাগাং চেম্বার প্রেসিডেন্ট মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চেম্বার পরিচালক মো. অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), বেনাজির চৌধুরী নিশান ও মো. ইফতেখার ফয়সাল, সাবেক পরিচালক ছৈয়দ ছগীর আহমদ, কামাল মোস্তফা চৌধুরী ও আলমগীর পারভেজ, সরকারী উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, অংশগ্রহণকারী দলগুলোর নেতৃবৃন্দ, বিভিন্ন সেক্টরের ব্যবসায়ীগণ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ। প্রধান অতিথি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর জাতীয় খেলা কাবাডিকে প্রমোট করার জন্য চিটাগাং চেম্বারকে ধন্যবাদ জানিয়ে আগামীতেও এ ধারা অব্যাহত রাখার জন্য অনুরোধ জানান। তিনি ভবিষ্যৎ প্রজন্ম যাতে মোবাইলে আটকে না থাকে এ কারণে দেশের ঐতিহ্যবাহী খেলাগুলো পুনরায় এ প্রজন্মের নিকট পরিচিত করে তোলা প্রয়োজন বলে মনে করেন। তিনি ব্যবসায়ী সমাজের জন্য একটি ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতকরণে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ প্রশাসন থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে ৩ দিনব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বই মেলার উদ্বোধন
পরবর্তী নিবন্ধকনফিডেন্স সিমেন্ট আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতলো বোয়ালখালী