নগরীর চাক্তাই-খাতুনগঞ্জে পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজি ও পরিবহন শ্রমিক নেতাদের উপর হামলাকারী ইউনুছ কেরানিকে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেপ্তারে আল্টিমেটাম দিয়েছে পরিবহন শ্রমিকেরা। গতকাল সোমবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে চাক্তাই ট্রাক শ্রমিক কল্যাণ বহুমূখী সমবায় সমিতির নেতৃবৃন্দ এ আল্টিমেটাম দেন।
চাক্তাই ট্রাক শ্রমিক কল্যাণ বহুমূখী সমবায় সমিতির সভাপতি জেবল হোসেন লেদুর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা নিজাম উদ্দীন কাজল।
বক্তব্য দেন, চট্টগ্রাম জেলা ট্রাক কাভার্ড ভ্যান অ্যান্ড মিনি ট্রাক মালিক গ্রুপের সহ সভাপতি নিজাম উদ্দীন, সাধারণ সম্পাদক বেলাল হোসেন বেলাল, সহ সভাপতি কামাল উদ্দীন, ইব্রাহিম, আরিফ মিয়া, মোহাম্মদ মুমিন, মোহাম্মদ বাচ্চু ডাক্তার, নুরুল হক, মহরম আলী, আব্দুস শুক্কুর, খলিল মিয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, চাঁদাবাজ ইউনুছ কেরানিকে গ্রেপ্তার করা না হলে চাক্তাই-খাতুনগঞ্জে অনির্দিষ্টকালের জন্য মালবাহী ট্রাক শ্রমিকেরা কর্মবিরতিতে যাবে। প্রেস বিজ্ঞপ্তি।