চাকতাই-খাতুনগঞ্জ ট্রাক, মিনি ট্রাক এন্ড কাভার্ডভ্যান মালিক সমবায় সমিতির পক্ষ থেকে সম্প্রতি আততায়ির হাতে নিহত শ্রমিক মাসুদের পরিবারকে ৫০ হাজার টাকা তুলে দেওয়া হয়। গত বৃহস্পতিবার সংগঠনের সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা নিজাম উদ্দীন কাজলের সভাপতিত্বে খাতুনগঞ্জের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় বক্তারা খাতুগঞ্জের ঐতিহ্য রক্ষা ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চট্টগ্রাম চেম্বার, খাতুনগঞ্জ ব্যবসায়ী, ট্রাক মালিক-শ্রমিক ও গার্ড বাহিনীর যৌথ সমন্বয়ে একটি কমিটি করার জোর দাবি জানান। সেই সাথে মাসুদের মত আর যেন কারো অপমৃত্যু না হয় সেই বিষয়ে সতর্ক থাকতে সকলের প্রতি উদাত্ব আহ্বান জানান। এ সময় বক্তারা খাতুনগঞ্জের ব্যবসায়ীদের পক্ষ থেকে আপদকালীন একটি ফান্ড গঠন করার আহ্বান জানান। সভা প্রধান অতিথি ছিলেন মীরসরাই উপজেলা চেয়ারম্যান ও খাতুনগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চাক্তাই খাতুনগঞ্জ আড়তদার সাধারন ব্যবসায়ী সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ট্রাক মালিক সমিতির নেতা গুলজার হোসেন, মোজাম্মেল হোসেন, মো. সোহেল, আনোয়ার হোসেন, মো. লিটন, মো. হারুন, আব্দুর রহিম, জিলানী সোহেল, মো. ফারুক, খাতুনগঞ্জ লোডিং আনলোডিং শ্রমিক সমিতির সভাপতি মো. ইব্রাহিম, সাধারণ সম্পাদক আবুল কাশেম মাঝি প্রমুখ। সভা শেষে নিহত মাসুদের পুত্র বাবলুর হাতে নগদ ৫০ হাজার টাকা তুলে দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।