খাতুনগঞ্জে ডালের বস্তার চাপায় শ্রমিকের মৃত্যু

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৮ এপ্রিল, ২০২২ at ৪:২৭ পূর্বাহ্ণ

নগরীর খাতুনগঞ্জ এলাকায় ডালের বস্তার নিচে চাপা পড়ে মো. সুলতান (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বিকেল তিনটার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার বিবরণে জানা যায়, মো. সুলতান ডালের বস্তা মাথায় নিয়ে মজুদ করছিলেন হক ট্রেডিংয়ের এক কোণে। এভাবে মজুদ করার সময় আগে থেকে মজুদকৃত কয়েকটি বস্তা তার উপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধলাইনের দুইপাশে লাগানো হবে ৭ লাখ গাছের চারা
পরবর্তী নিবন্ধঈদে নতুন টাকা পাওয়া যাবে ২০ এপ্রিল থেকে