ভোজ্য তেলের দোকানে মোড়কজাত পণ্যের মূল্য উল্লেখ না থাকা এবং হালনাগাতকৃত মূল্য তালিকা না থাকার দায়ে নগরীর খাতুনগঞ্জ পাইকারি বাজারে মোট ৬টি প্রতিষ্ঠানকে সাড়ে ৩৩ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। এ সময় ব্যবসায়ীদের সতর্কও করা হয়েছে। গতকাল সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিব শাহরিয়ার, সুমন মন্ডল অপু, মো. আসিফ জাহান শিকদার ও মাসুমা আক্তার কণা পৃথক দুটি অভিযান পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিব শাহরিয়ার আজাদীকে বলেন, আমাদের অভিযানে দেখেছি যে, ৩টি ভোজ্যতেলের দোকানে মোড়কজাত পণ্যের মূল্য উল্লেখ নেই। এছাড়া হালনাগাদকৃত মূল্য তালিকা প্রদর্শন করা হয়নি। এজন্য ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৩টি প্রতিষ্ঠানকে তিনটি মামলায় মোট ১৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেছি এবং সতর্ক করেছি।
এদিকে একই এলাকায় পরিচালিত অপর অভিযানটির নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা। তিনি আজাদীকে বলেন, আমার পরিচালিত অভিযানে মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় তিনটি প্রতিষ্ঠানকে পৃথক ৩টি মামলায় মোট ১৭ হাজার টাকা জরিমানা করেছি। পাশাপাশি ব্যবসায়ীদের সতর্কও করেছি। অভিযানের সময় উপস্থিত থেকে উক্ত কার্যক্রমের সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন ও জেলা প্রশাসক ফরিদা খানম। আরো ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান।
রমজানে বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা।